প্রবাসেরাজনীতি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করেছে হানিফ

প্রধানমন্ত্রীর হাত দিয়ে যখন দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, তখন বিএনপি সরকারের নামে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার ৭এপ্রিল এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

হানিফ বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় বলেন, তাদের ৩ লক্ষ নেতা কর্মীর নামে মামলা আছে। তাকে একদিন প্রধানমন্ত্রী লিস্ট দিতে বললেন কাদের নামে মামলা আছে, ফখরুল তখন ৬০০ জনের লিস্ট দিতে পেরেছেন। কোথায় গেলো তাদের ৩ লক্ষ নাম? এভাবে তারা মিথ্যাচার করে যাচ্ছে। আপনারা বাস পুড়াবেন, আপনাদের নামে মামলা হবে না?

হানিফ বলেন, এভাবে বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু নির্বাচনের মাধ্যমে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না।

জনগণকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনারা কখনো এদের কথা শুনে বিভ্রান্ত হবেন না। আপনারা জেনে রাখুন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভার পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ- সভাপতি, সামছুদ্দিন আজাদ,লুৎফুল কবির, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন,সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষিবিষয়ক সম্পাদক, আশরাফুজজামান ,প্রবাসী কল্যান সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী,যুব সম্পাদক মাহবুবুল আলম টুকু,উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক ,সদস্য:-সাহানারা রহমান,জহিরুল ইসলাম,আলী হোসেন গজনবী,আব্দুল হামিদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আমিন বাবু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ইসমাইল হোসেন স্বপন ,নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ,নিজাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,শাখাওত বিশ্বাস, যুক্তরাষ্ট্র শ্রমীক লীগের সভাপতি আজিজুল হক খোকন,সাধারন সম্পাদক জুয়েল আহমদ,যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুবলীগ নেতা মো সেবুল মিয়া, মে: ওয়াহিদ ,রহিমুজ্জামান সুমন ,গনেশ কৃর্তনিয়া, রিন্টু লাল দাস. রেজা আব্দুল্লাহ ,আর কে লস্কর , হুমায়ুন কবির , রুপচান ,ইমরুল কায়েছ,নিরলব নিতাই, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি আশরাফ উদ্দিন, এবাদুর রহমান, যুগ্ম সম্পাদক কিবরিয়া জামান,সবুজ, প্রচার সম্পাদক সাইফুল আলম। যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সভাপতি জেড এ জয়, এছাড়া ও আর অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মৌলানা রহমতউল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button