যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা: নিহত তিন
নিউয়র্ক প্রতিনিধি :যুক্তরাষ্ট্রে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার একটি ওয়ালমার্ট স্টোরের পার্কিলটে ওই হামলার ঘটনাটি ঘটে। এর আগে রোববার রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের এক বাড়িতে চালানো বন্দুক হামলায় চারজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছিলেন। ওই বাড়িতে একটি ফুটবল ওয়াচ পার্টিতে এই বন্দুক হামলা চালানো হয়। ওই ভয়াবহ হামলার মাত্র কয়েক ঘণ্টা পর ওকলাহমা অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম এলাকা ডানকানে একটি ওয়ালমার্ট স্টোরের সামনে সোমবার সকালে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় দুই নারী-পুরুষ নিহত হয়েছেন। তাদেরকে হত্যার পর বন্দুকধারী নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা ড্যানি ফোর্ড জানান, নিহত দুই নারী-পুরুষ হামলার সময় পার্কিংলটে গাড়ির ভেতরে ছিলেন। সেখানেই তারা হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে ওই হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। জানা যায়নি হামলাকারী এবং নিহত দুইজনের পরিচয়ও।