আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস এলাকার একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। সেসঙ্গে আহত হয়েছেন ২ জন।  খবর: এবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ানার গ্রিনউড পার্ক মলের ফুড কোর্টে হামলা চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গ্রিনউডের পুলিশ প্রধান জিম আইসন জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে, মলের ফুড কোর্টে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। ফুড কোর্টে প্রবেশ করেই ওই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় তার কাছে বেশ কয়েকটি ম্যাগজিন গোলাবারুদসহ একটি রাইফেল ছিলো।

পুলিশ প্রধান বলেন, বন্দুকধারীকে হামলা চালাতে দেখে ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে উপস্থিত এক বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। কারণ তার কাছেও অস্ত্র ছিল।

প্রতিবেদনে বলা হয়, হামলাকারী একাই ছিলেন। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

ইন্ডিয়ানা গভর্নর এরিক হলকম্ব বলেন, আজ এই হামলায় কয়েকটি তাজা প্রাণ হারিয়ে গেছে। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। ইন্ডিয়ানা পুলিশ স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে।

Related Articles

Leave a Reply

Back to top button