প্রবাসে

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট এর যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাজেল তালুকদার

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট এর যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন রাজেল তালুকদার।  মঙ্গলবার ৪ আগষ্ট  রাতে  হেমট্রামিক সিটির রেশমী রেস্টুরেন্টে মিশিগান স্টেট যুবলীগের কার্যকারী কমিটির  সভায় সর্বসম্মতিতে  এ সিদ্ধান্ত জানানো হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট এর যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন রাজেল তালুকদার

সভার সভাপতিত্ব করেন সালেহ আহমদ রাজেল তালুকদার এবং সভা পরিচালনা করেন মিশিগান ষ্টেট যুবলীগের সাধারন সম্পাদক গুলজার আহমদ ।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী  ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গঁবন্ধু মৃত্যু বার্ষিকী পালন করা হবে। এবছর মিশিগানের বসবাসকৃত সকল যুবসমাজ কে ঐক্য বদ্ধ করে পালন করা হবে ।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আজাদ খান সোহাগ আহমদ ,রাসেল মিয়া .সাইদনুর উদ্দিন,মন্জু মিয়া .বেলাল আহমদ সহ প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Back to top button