আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী পম্পেও !

মাইক পম্পেওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন । সিএনএনের বিশ্লেষক ও কার্নেগি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ডেভিড মিলার এক প্রতিবেদনে পম্পেওকে তার উগ্র আচরণের জন্য এমন মন্তব্য করেছেন।

ডেভিড মিলার মনে করেন, পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনীতিকরণ করে ফেলেছেন। পম্পেও এই মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ারে পরিণত করার পাশাপাশি একের পর এক আইন লঙ্ঘনের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার হাত থেকে রক্ষা করে যাচ্ছেন।

চীন ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কঠোর অবস্থান নিয়েছেন তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পম্পেও।

করোনা ভাইরাস ও হংকং পরিস্থিতি নিয়ে গত কয়েক মাসে চীনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপেও পম্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়াবিরোধী নীতিতে অবস্থান নিলে পম্পেও সেই নীতি বাস্তবায়ন করতে গিয়ে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলেছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Related Articles

Leave a Reply

Back to top button