Leadআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আদালতে বিচার হবে মাদুরোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন এবং তাকে যুক্তরাষ্ট্রে এনে ফৌজদারি অপরাধের বিচারের মুখোমুখি করা হবে। শনিবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে।

সিনেটর লি জানিয়েছেন, মাদুরোকে আটক করার পর মার্কিন প্রশাসন আর ভেনেজুয়েলায় বড় কোনো সামরিক অভিযান চালানোর প্রয়োজন অনুভব করছে না।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও আমাকে জানিয়েছেন, মাদুরো এখন মার্কিন হেফাজতে রয়েছে। যেহেতু তিনি আটক হয়েছেন, তাই ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। মাদুরোকে গ্রেপ্তার করতে যেসব কর্মকর্তা দায়িত্বরত ছিলেন, তাদের রক্ষার জন্য মধ্যরাতে কিছু সামরিক অভিযান চালানো হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, মাদুরো ভেনেজুয়েলায় একটি বৃহৎ মাদক সাম্রাজ্য পরিচালনা করেন, যেখানে মাদক উৎপাদন করে তা মার্কিন বাজারে পাঠানো হয়।

এই কারণে তার বিরুদ্ধে ২০২০ সালে পরোয়ানা জারি করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার বা সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলারের পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা গেছে, মাদুরোকে আটক করেছে ডেল্টা ফোর্স, যা দেশটির সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট।

Related Articles

Leave a Reply

Back to top button