স্পোর্টেইনমেন্ট

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নারীদেরকে ৫৫ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নই হলো বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। ব্যাট করতে নেমে শুধুমাত্র ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে (১ উইকেটে) ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৬৪ বলে ৭৭ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। অধিনায়ক নিগার সুলতানাও কম যাননি। ৪০ বলে ৫৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনিও অপরাজিত থাকেন।

এ রান তারা করতে নেমে জবাবে অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষের অপরাজিত ৭৪ রানের ইনিংসের পরও ৩ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

৭১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ। তিনি ছিলেন অপরাজিত। বাকিদের মধ্যে লিসা রামজিত ৪১ বলে ২৬ রান করেন।

বাংলাদেশের হয়ে সালমা খাতুন এবং নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button