আন্তর্জাতিক

যুক্তরাজ্যে গোলাগুলিতে নিহত ৬

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পুলিশকে বিষয়টি জানানো হয়। ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্লাইমাউথের কিহ্যাম এলাকায় গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে এটাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।

শুক্রবার ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানায়, দুজন নারী এবং দুজন পুরুষ ঘটনাস্থলে মারা যান। আরেকজন পুরুষ ঘটনাস্থলে মারা যান। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী। এছাড়া আহত আরেকজন নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওই হামলাকারীর সঙ্গে ভুক্তভোগীদের কীভাবে যোগসূত্র ছিল, তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button