রাজকূট

যারা নিরপেক্ষ ভোট চায় না তারাই ইভিএমে ভয় পায় : কাদের

যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায় বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০০৪ সালের ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত দলটির নেত্রী আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে হয়েছে। সবশেষ গত জুনে অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হয়। যদিও এই যন্ত্রটির ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর রয়েছে তীব্র আপত্তি।
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সম্প্রতি নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সংলাপে অংশ নেয় ২৮টি দল। এর মধ্যে ৩০০ আসনে ইভিএম চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুটি দল শর্তসাপেক্ষে আর ১৪টি দল ইভিএমের পক্ষে মত দিয়েছে। বিরোধিতা করেছে বাকি দলগুলো। এর আগে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপেও ইভিএমের বিরুদ্ধে মতের পাল্লা ভারী ছিল।
এমন অবস্থার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গতকাল কমিশনের সভায় সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়।
ইসির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা নিরপেক্ষ ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমে ভয় পায়।

Related Articles

Leave a Reply

Back to top button