যানজট নিরসনে ‘স্মার্ট পার্কিং’ অ্যাপের পরীক্ষামূলক যাত্রা শুরু

যত্রতত্র পার্কিং বন্ধ ও নগরের যানজট নিরসনে ‘স্মার্ট অন স্টিট পার্কিং’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৮ নভেম্বর) দুপুরে গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে এ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুপুর পৌনে ১২টায় এ অনুষ্ঠান শুরু হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এলওসিসি, ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য উন্নত দেশগুলোর মতো দেশে গাড়ি পার্কিংয়ের জন্য একটি আধুনিক ব্যবস্থাপনা তৈরি করা। সেই লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত রাস্তায় পাইলট আকারে শুরু করার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন মতামত গ্রহণ করে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা। এ বিষয়ে নাগরিকেরা ডিএনসিসির ইমেইল (dncc.smartparking@gmail.com) ও ফেসবুক পেজে মতামত জানাতে পারবেন।



