ক্রীড়াঙ্গন
ম্যাচ হারলেও গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও ফাইনালে হ্যাট্রিকসহ টুর্নামেন্টে মোট ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ৫ গোল নিয়ে খেলতে নেমেছিলেন মেসি ও এমবাপ্পে। দু’জনেরই সামনে হাতছানি ছিল গোল্ডেন বুটের।
২৩ মিনিটে ফ্রান্সের জালে বল জড়ানোর মধ্য দিয়ে মেসির গোল ৬ এ দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে কম সময়ের মধ্যে জোড়া গোল করেন এমবাপ্পে। তার গোল সংখ্যা দাঁড়ায় ৭টিতে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে সেই সময়ে মেসি আরো একটি গোল করেন। এর মধ্য দিয়ে তার গোল সংখ্যা ৭ হয়।
এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। তার গোল দাঁড়ায় ৮টিতে।
আর ম্যাচে মেসি ৭ গোল করেও এমবাপ্পের কাছে গোল্ডেন বুট হারাতে হলো।