Leadঅপরাধ-আদালতঢাকা
মোহাম্মদপুরে মা–মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার মোহাম্মদপুরে এক নারী ও তার মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার(৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, শাহজাহান রোডের ওই বাসার ৭তলায় মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে। সকালে খবর পেয়ে ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে ।
নিহতদের এক আত্মীয় বলেন, ‘বাড়ির গৃহকর্মীই তাদের ছুরিকাঘাত করেছে বলে আমাদের ধারণা। সকালে ফ্ল্যাটে গিয়ে দেখি ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে আছে।’
মরদেহ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওই আত্মীয়।



