আন্তর্জাতিক

মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা পদত্যাগ !

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তার হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে রহস্যের গন্ধ পাচ্ছে বিভিন্ন মহল। [খবর এনডিটিভি ]

সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব ১৮ মাস আগে মোদির অফিসে যোগদান করেন। মঙ্গলবার হঠাৎ করে মোদির আস্থাভাজন এই আমলা পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে!

কী কারণে তাকে সরিয়ে দেওয়া হল বা পদত্যাগ করলো নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কেউ। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সিনহা পদত্যাগপত্র জমাও দিয়েছেন এবং ১৫ মার্চই দায়িত্ব ছেড়েছেন। তবে সিনহার সরে যাওয়া নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনও মন্তব্য করেনি।

পিকে সিনহা উত্তর প্রদেশের ১৯৭৭  সালের আইএসএস ছিলেন। নরেন্দ্র মোদী ২০১৪ সালে অজিত শেঠের কাছ থেকে দায়িত্ব নিয়ে মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। তার আগে তিনি বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেছিলেন। সেই সময় থেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button