সাহিত্য ও বিনোদন

মেয়ের ছবি প্রকাশ করলেন বিরুস্কা!

মেয়ের বয়স ৬ মাস হওয়ার আনন্দে ভার্চুয়াল জগতে ছবি প্রকাশ করেছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি (বিরুস্কা) দম্পত্তি।

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির মিষ্টি মেয়ে ভামিকা কে নিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের।

তাই মিডিয়ার হাত থেকে মেয়ে ভামিকাকে বাঁচাতেই যখনই বিরাট ও আনুশকা বাইরের বের হতেন, তখন মেয়ের মুখ ঢেকে, বুকে জড়িয়ে সবার নজর থেকে সরিয়ে রাখতেন। সোশ্যাল মিডিয়াতেও একটি বারের জন্য পোস্ট করেননি ছোট্ট মেয়ে ভামিকার ছবি।

তবে সোমবার হঠাৎই আনুশকা ইনস্টাগ্রামে নিজেই নিজের মিস্টি মেয়ে ভামিকের ছবি প্রকাশ করেছে।

আনুশকা তার ইনস্টাগ্রামে ভামিকাকে নিয়ে মোট ৩টি ছবি পোস্ট করেছেন।

ছবিতে আনুশকা লিখলেন, তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাউনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক।

Related Articles

Leave a Reply

Back to top button