বিনোদুনিয়া

মেয়েকে প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

অবশেষে আলিয়া ভাট ও রণবীর কাপুর সবার ইচ্ছে পূরণে কন্যা রাহাকে নিয়ে এলেন সবার সামনে। রণবীর-আলিয়ার পক্ষ থেকে এটি ভক্তদের জন্য বড় উপহার বলা যেতে পারে।

সোমবার (২৫ ডিসেম্বর) রণবীর-আলিয়া ভক্ত-অনুরাগীদের সামনে মেয়ে রাহাকে প্রথমবার হাজির করেছেন। রাহার বয়স এখন একবছর। এর আগে মেয়েকে প্রকাশ্যে আনেননি এ তারকা দম্পতি। এতদিন সবার আগ্রহ ছিল তাদের প্রিয় তারকার কন্যাকে দেখার।

কুণাল কাপুরের বাড়িতে ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চে অংশ নেওয়ার জন্য প্রবেশ করার সময় মেয়েকে নিয়ে ক্যামেরাবন্দি বণরীর-আলিয়া।

ক্রিসমাস আবহে মায়ের সঙ্গে মিলিয়ে লাল রঙের পোশাক পরেছিল রাহা। মাথায় দুটো ঝুঁটি। এ সময় তাকে দেখে আনন্দে আত্মহারা হন ভক্তরা।

চলতি বছরের ৬ নভেম্বর প্রথম জন্মদিন ছিল রণবীর-আলিয়ার কন্যা রাহা। এতে অনেক আনন্দ করেছেন তারা।

 

Related Articles

Leave a Reply

Back to top button