জাতীয়

মেয়র হানিফের কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হানিফের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

আজ সোমবার (২৮ নভেম্বর) আজিমপুর কবরস্থানে সাবেক এই মেয়রের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া কবরস্থানে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া মেয়র হানিফের ছেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও নেতাকর্মীসহ কবরে শ্রদ্ধা জানাতে যান। পরে দোয়ায় অংশ নেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button