জাতীয়জেলার খবর

মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের মূল কর্মসূচি শুরু সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।

এসময় মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযোদ্ধা, মেহেরপুর জেলা পুলিশ, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন, অন্যান্য দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button