মেসির দুর্দান্ত গোলে আর্জেন্টিনার জয়

সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর বেশ সমালোচনায় পড়েছিলেন মেসি ও তার দল আর্জেন্টাইন। বিশ্বকাপে টিকে থাকতে তাই দ্বিতীয় ম্যাচে প্রয়োজন ছিলো জয়ের। সমর্থকদের মধ্যে কারো ছিলো বিশ্বাস যে আর্জেন্টিনা জিতবেই। আবার কেউ ছিরেন শংকায়। ম্যাচে হেরে গেলেই ছিটকে পড়তে হবে কাতার বিশ্বকাপ থেকে। অবশেষে ভক্তদের আশ্বাস রাখতে পারলেন মেসি। শনিবার মেক্সিকোকে হারিয়ে ২-০ গোলে জয় ছিনিয়ে নিলো আর্জেন্টিনা।
প্রথমার্ধের গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট অতিবাহিত হলেও গোল পাচ্ছিল না আর্জেন্টিনা। এরপরেই হঠাৎ বা পায়ের জাদুকরী ছোয়ায় আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৬৪ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি৷ মেসি এবং এনজো ফার্নান্দেজের করা গোলেই মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের নকআউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল।