ক্রীড়াঙ্গন

মেসির ঝলকে পিএসজির জয়

চলতি মৌসুমের শুরু থেকেই সেই চিরচেনা বিধ্বংসী ফর্মে থাকা লিওনেল মেসির করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে সোমবার লিঁওর ঘরের মাঠে ১-০ গোলে পাওয়া জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো প্যারিসিয়ানরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট।

খেলার মাত্র পঞ্চম মিনিটেই নেইমারের পাসে প্রতিপক্ষের জালের দিকে ঠেলে দেন মেসি। লিঁও গোলরক্ষক লোপেস বল ঠেকাতে ব্যর্থ হন।

মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর দারুণ কিছু প্রচেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। কিছু আক্রমণ প্রতিহত হয় রক্ষণের দেয়ালে। যদিও কয়েকবার সুযোগ বুঝে আক্রমণ করেছিল স্বাগতিকরাও। কিন্তু পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা যেন দুর্গ হয়ে দাঁড়ান প্রতিপক্ষের সামনে।

Related Articles

Leave a Reply

Back to top button