মেসির জাদুতে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি গড়ল ইতিহাস
ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ এনে দিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও বুস্কেটেসকে বিদায়ী উপহার দিলেন মায়ামির অধিনায়ক।
শিরোপার মঞ্চে এদিয়ের ওকাম্পো আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর প্রথমার্ধে আর জালের দেখা না পেলে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেসির দল। মায়ামি অবশ্য এই লিড ধরে রাখে ৬০ মিনিট পর্যন্ত।
বিরতির পর আলী আহমেদের গোলে সমতা ফেরায় ভ্যানকুভার। সমতা ফেরানোর পরই ভ্যানকুভারের এমানুয়েল সাব্বিরের শট প্রতিহত হয় পোস্টে। যখন ম্যাচটি ১-১ গোলে সমতায়, তখনই দৃশ্যপটে মেসি। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে মেসির নিখুত পাস খুঁজে নেয় ডি পলকে। দলকে লিড এনে দিতে ভুল করেননি এই আর্জেন্টাইন।
এরপর ম্যাচের শেষ মুহূর্ত! তখনও ফের মেসির পাস। আর্জেন্টাইন তারকা বল ঠেলে দেন আলেন্দের দিকে। ৯৬ মিনিটে আলেন্দে গোল করার সাথে সাথেই শিরোপা জয়ের আনন্দে মাতে ফ্লোরিডার ক্লাবটি।
এই জয়ে ক্লাব ইতিহাসের ১৬তম এমএলএস শিরোপা জয়ী হিসেবে নাম লেখাল ইন্টার মায়ামি। গত সপ্তাহেই জিতেছিলেন কনফারেন্স শিরোপা আর এবার ইন্টার মায়ামির শোকেসে তুললেন মেজর লিগ সকারের সবচেয়ে বড় ট্রফিটি।



