মেসির গোলে জয় পেল পিএসজি

ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে তুলুজকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ম্যাচটিতে ছিলেন না তারকা খেলোয়াড় রামোস, এমবাপ্পে ও নেইমার । সেই অভাব বুঝতেই দিল না মেসির নেতৃত্বে উজ্জীবিত পিএসজির খেলোয়াড়রা।
পুরো খেলায় প্রতিপক্ষকে একের পর এক আক্রমণে দিশেহারা করে তুললেও দলটি গোল পেয়েছে দুটি। গোল দুটি করেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও মরক্কোর আশরাফ হাকিমি। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল চ্যাম্পিয়নরা।
খেলার ২০ মিনিটের মাথায় গোল খেয়ে বসে স্বাগতিকরা। তুলুজের মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে একজনের পায়ে লেগে জালে জড়ায়। তবে ৩৮ মিনিটের মাথায় দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান হাকিমি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুলুজের ওপর চাপ বাড়ায় পিএসজি। সেই ধারাবাহিকতায় ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় তারা। হাকিমির পাসে বল বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। এই গোলেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য।
২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।