চট্রগ্রামজেলার খবর

মেঘনায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, আইনি নোটিশ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে মেঘনা নদীর তীরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজাপুর, সিংগাপুর, কাকরিয়া ও চর কাকরিয়া গ্রামের মানুষ।

তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে রাজাপুর, সিংগাপুর ও চর কাকরিয়া গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বালি উত্তোলনের কারণে ৫৪ কোটি ব্যয়ে নির্মিত রাজাপুর গ্রামে নদী রক্ষা বাঁধ বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান তারা।

সোমবার (২৬ মে) প্রতিবাদ মানববন্ধনে বক্তৃতা দেন অলি উল্লাহ, যুবদল নেতা বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রাজাপুর ও রাণীদিয়া গ্রামের দুই বাসিন্দা—মো. দেলোয়ার হোসেন ও মো. জজ আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার আহমেদ মঙ্গলবার (২৭ মে) এই নোটিশ পাঠান।

নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলার ইউএনও এবং অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, বালু উত্তোলনে জড়িত পক্ষের সঙ্গে অপর পক্ষের ঝামেলার কারণে বালু উত্তোলনের ব্যাপারে আপত্তি তোলা হচ্ছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, বালু উত্তোলনে জড়িত পক্ষের সঙ্গে অন্য একটি পক্ষের বনিবনা না হওয়ায় তারা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে যে, ড্রেজিংয়ের কারণে বিভিন্ন গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে। মূলত গ্রামগুলো থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button