জাতীয়

মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী নাজমুল হুদা গ্রেপ্তার

প্রায় ৬ বছর আত্মগোপনে থাকা, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক নাজমুল হুদা নামের এক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের খান্দার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া যুদ্ধাপরাধী নাজমুল হুদা (৭২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। তবে সাজাপ্রাপ্ত হবার আগে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া রোড ধরতৈল পশ্চিম পাড়া এলাকায় বসবাস করছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি মামলায় ২০১৭ সালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই আত্মগোপনে ছিলেন নাজমুল।

২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদার মৃত্যুদণ্ড দেয় আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button