জাতীয়

মূল্যস্ফীতিতে বাংলাদেশের অর্থনীতি স্বস্তির দিকে যাচ্ছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মন্তব্য করেছেন, মূল্যস্ফীতিতে বাংলাদেশের অর্থনীতি স্বস্তির দিকে যাচ্ছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. আহসান এইচ মনসুর এ সময় বলেন, ‘আমাদের লক্ষ্য এখন জুনের শেষে মুল্যস্ফীতি ৭-৮ এর মধ্যে রাখা। জুলাই মাসে এই মুল্যস্ফীতি পাওয়ার আশা করছি। ইনশাল্লাহ আগামী বছর এটাকে ৫ বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা মূল্যস্ফীতিটা অনেকখানি কমিয়ে আনতে পারব। আর এর সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারব।’
কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ ৬ মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গর্ভনর জানান, বিদেশে কোথায় কার কী পরিমান সম্পদ আছে, তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের। তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে জানিয়ে গভর্নর বলেন, বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে।
দেশে রেমিটেন্স ২৬ থেকে ২৭ শতাংশ বেড়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর আরও বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। রপ্তানি বাড়ার কারণে আর্থিক খাতে স্বস্তির মধ্যে রয়েছে বলেও জানান গভর্নর।

Related Articles

Leave a Reply

Back to top button