আন্তর্জাতিক

মুসিলম যোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

ঈদুল আজহা উপলক্ষে রাশিয়ায় বসবাসরত মুসলিমদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৮ জুন) মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসব উপলক্ষে, ক্রেমলিনের দেয়া বার্তায় বলা হয়েছে, তিনি ইউক্রেন যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সাহসিকতা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে তার দেয়া বিবৃতিতে পুতিন বলেন, ‘পূর্বসূরিদের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং দেশপ্রেমজাত ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে সাহস দেখিয়ে মুসলিম যোদ্ধারা রুশ সামরিক অভিযানে অংশ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মুসলিম যোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের সঙ্গে দেশের স্বার্বভৌমত্ব রক্ষা বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন।’ তিনি দিনটির ধর্মীয় গুরুত্ব নিয়ে বলেন, ‘বিশেষ এই দিনটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক সত্ত্বার গুরুত্বকে প্রকাশ করে এবং মানবসেবা, মানবপ্রেম ও সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’

রাশিয়ায় কোরবানি ঈদকে স্থানীয়রা ‘কুরবান বাইরাম’ নামে ডাকেন। ইসলাম ধর্ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নবী ইব্রাহিম (আ.) তার নিজপুত্র ইসমাইলকে কোরবানি করতে সম্মত হয়েছিলেন। সেই দিনটিকেই বিশ্বব্যাপী ঈদুল আজহা হিসেবে পালন করা হয়। এই ঘটনার উল্লেখ বাইবেলেও ভিন্নভাবে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button