করোনাজাতীয়

মুভমেন্ট পাস’ ছাড়া বের হতে পারবেন যারা

করোনা ভাইরাস মোকাবিলায় দ্বিতীয় দফায় শুরু হওয়া লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রথম দিনের চেয়ে রাস্তায় লোকজনের উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে। কিন্তু সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ‘মুভমেন্ট পাস’র ব্যবস্থা করেছে পুলিশ।

‘মুভমেন্ট পাস’র বিষয়ে পুলিশ সদর দফতর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে, যাতে করে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা জানতে পারেন, রাস্তায় বের হতে কাদের মুভমেন্ট পাস লাগবে আর কাদের লাগবে না।

যারা লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন তাদের বিষয়ে পুলিশ সদর দফতর থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, তাদের কোনও মুভমেন্ট পাস লাগবে না। সবাইকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

লকডাউনে যাদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না-
১. চিকিত্সক
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারি নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩. শিল্প কারখানা/গার্মেন্টস উত্পাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুত, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

Related Articles

Leave a Reply

Back to top button