অর্থ বাণিজ্য

মুজিব বর্ষে বাজারে ২০০ টাকার নোট

মুজিব বর্ষে নতুন ২০০ টাকার নোট ছাড় হবে, এমন ঘোষণা এসেছিল অনেক আগেই। তারই ধারাবাহিকতায় সরকার ঘোষিত মুজিব বর্ষের বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে ২০০ টাকার নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) এই নোট বাজারে ছাড়া হয়েছে।

এ বিষয়ে ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে। আগামী মাসে স্মারক ও প্রচলিত-দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে নিয়মিত নোট বাজারে থাকবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও পাওয়া যাচ্ছে।

২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে, তাতে আর তা লেখা থাকবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related Articles

Leave a Reply

Back to top button