জাতীয়

মুজিববর্ষে কেউ অন্ধকারে থাকবে না: প্রধানমন্ত্রী

কেউ অন্ধকারে থাকবে না, মুজিব বর্ষেই সবার ঘরে ঘরে বিদ্যুৎ যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সুষম উন্নয়নের মাধ্যমে তৃনমুল পর্যায়ের মানুষের ভাগ্য পরিবর্তন করতে কাজ করছে তার সরকার।। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে ৭ টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপস…
এ প্রচেষ্টার অংশ হিসেবে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে উদ্বোধন করেন সাতটি নতুন বিদ্যুৎ কেন্দ্র।
আপস…
এসময় দেয়া বক্তব্যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সব ঘর থেকে দূর হবে অন্ধকার।
সিংকঃ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, কারও কাছে হাত পেতে নয়, বিশ্বে বাংলাদেশ চলবে মাথা উচু করে। প্রতিশ্রুতি দেন সুষম উন্নয়ন নিশ্চিত করে মানুষের ভাগ্য পরিবর্তনের।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন করে যাচ্ছি। যার সুফল দেশের মানুষ পাচ্ছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৭টি বিদ্যুৎকেন্দ্র হলো আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, শিকলবাহায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়ায় ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়ায় ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজীপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
নতুন এ সাতটি বিদ্যুৎকেন্দ্রে থেকে ৭৯০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ায় আজ থেকে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২ হাজার ২৬২ মেগাওয়াটে উন্নিত হয়েছে। এর মাধ্যমে দেশের ৯৪ শতাংশের বেশি জনগণ বিদ্যুত সংযোগের আওতায় আসল।
পরে ভিডিও কনফারেন্সে সুবিধাভোগী উপজেলাগুলোতে কথা বলেন শেখ হাসিনা।
২০০৮ সালে দেশে বিদ্যুত উৎপাদন ছিল মাত্র তিন হাজার মেগাওয়াট। বর্তমান সরকারের ধারাবাহিকতায়, গেল এক দশকে বিদ্যুৎ উৎপাদন পৌঁছেছে ১৩ হাজার মেগাওয়াটে। সক্ষমতা বেড়ে দাড়িঁয়েছে ২৩ হাজার মেগাওয়াট। এখন দেশের ৯৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। মাথা পিছু বিদ্যুতের পরিমান ৫ কিলোওয়াটেরও বেশি। এরই মধ্যে ২৩৪ টি উপজেলা এসেছে শতভাগ বিদ্যুতায়নের আওতায়।২০২১ সালের মধ্যে সব মানুষকে বিদ্যুৎ দিতে চায় সরকার।
এছাড়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রথমবারেরমতো বাংলাদেশে শুরু হওয়া এ টুর্নামেন্টে আংশ নিচ্ছে ১৮টি দেশের ৫৪ জন খেলোয়াড়।
১৮ নভেম্বর শেষ হবে এ টুর্নামেন্ট। ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিদিন দুপুর পৌনে দুটো থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button