জাতীয়

মুজিববর্ষেই সম্প্রচার নীতিমালা আইন ও গণমাধ্যম কর্মী আইন হবেঃ তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকর্মী আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইন মুজিববর্ষেই পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। রোববার (২৩ ফেব্রুয়ারি)সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত  অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। এই ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা হচ্ছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইশতেহারে প্রথম ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট সম্পর্কে জানতে পারে মানুষ। এখন তা বাস্তব। মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, মুজিববর্ষে আমরা গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন (জাতীয় সম্প্রচার কমিশন আইন) সম্পন্ন করবো। আজকের অনুষ্ঠানে আমি সেটা পুনর্ব্যক্ত করলাম।

মন্ত্রী বলেন, সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করতে গত ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হলেও সম্ভব হয়নি। এক্ষেত্রে বড় বাধা, ইতিবাচক মানসিকতার অভাব। মূল সমস্যা ক্যাবল অপারেটরদের নিয়ে। ফলে বিশৃঙ্খলা রয়েই গেছে এক্ষেত্রে।বর্তমানে গ্রাহক সাড়ে ৪ কোটির বেশি। অথচ ক্যাবল অপারেটররা গ্রাহক কম দেখান, সরকারও রাজস্ব কম পাচ্ছে।

আবারও সময় বেঁধে দেয়া হবে। যারা ব্যর্থ হবে ডিজিটালাইজড হতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। প্রয়োজনে অনিয়মকারীদের বাদ দিয়ে নতুন অপারেটরদের যুক্ত করা হবে। একইসঙ্গে যথাযথভাবে কর আদায় করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, সর্বোচ্চ ১ বছরের বেশি লাগার কথা না, সারাদেশে ডিজিটালাইজড করতে। পে-চ্যানেল করা হবে ডিজিটালাইজড হবার পর। সেটি পরের বিষয়। সেটিও নির্ভর করছে চ্যানেল কর্তৃপক্ষ ও গ্রাহকদের ওপর।

Related Articles

Leave a Reply

Back to top button