আন্তর্জাতিক

মিয়ানমারে আন্দোলনরত চিকিত্সকদের উপর জান্তার গুলি

আন্দোলনরত চিকিত্সাকর্মীদের উপরেও গুলি চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। খবর: বিবিসি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মান্দালয় শহরে চিকিত্সাকর্মীদের উপর গুলি চালানোর এই ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোন চিকিত্সক নিহত হননি বলে জানা গেছে।

খবরে বলা হয়, জান্তাবিরোধী আন্দোলনে সরাসরি অংশ নিতে মান্দালায় চিকিত্সকরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। এরপর পরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজির হন। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য গুলি ছুড়তে থাকেন। এমনকি চিকিত্সকরা আটকও করা হয়েছে কয়েকজনকে।

এছাড়া চিকিত্সকদের আন্দোলনস্থলের পাশেই একটি মসজিদ প্রাঙ্গণে এক ব্যক্তকে গুলি করে হত্যা করা হয়। যদিও সেখানে কেউ বিক্ষোভ করছিল না বলে অভিযোগ পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button