আন্তর্জাতিক

মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি আন সিং

এবারের ‘মিস ওয়ার্ল্ড’ হলেন জ্যামাইকার টনি আন সিং। দ্বিতীয় রানার আপ হয়েছেন ভারতের সুমন রাও। নারী ও শিশুদের জন্য কাজ করার আশা প্রকাশ করেছেন মিস ওয়ার্ল্ড টনি।
অপেক্ষার পালা শেষে পাওয়া গেল ফলাফল। এবারের মিস ওয়ার্ল্ড ২০১৯’র সেরার মুকুট ওঠে জ্যামাইকান সুন্দরী টনি আন সিং এর মাথায়।
লন্ডনে অনুষ্ঠিত হয় এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জমকালো আসর। প্রতিযোগিতার নজর কাড়া অনুষ্ঠানে টনি আন সিংকে মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্ব সুন্দরী।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে উইমেন স্টাডিজে পড়ছেন ২৩ বছর বয়সী টনি। কাজ করতে চান নারী ও শিশুদের জন্য।
জ্যামাইকার হয়ে মুকুট জেতা চতুর্থ বিশ্ব সুন্দরী টনি আন সিং এর অবসর কাটে সংগীত চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে। জীবনের সবচেয়ে সেরা উপহার হিসেবে মায়ের কথা উল্লেখ করেন টনি, যিনি তার স্বপ্ন পুরণে সব সময় পাশে থাকেন।

Related Articles

Leave a Reply

Back to top button