বিনোদুনিয়া

‘মিস ওয়ার্ল্ড-২০২৪’ মুকুট পরলেন ক্রিস্টিনা পিসকোভা

অনুষ্ঠিত হলো ৭১তম মিস ওয়ার্ল্ড আসর। ভারতে হয়েছিল এ আয়োজন। এবারে আসরে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে নিলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। বিশ্বের ১১৫টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০২৪’ মুকুট নিজের মাথায় পরলেন এ সুন্দরী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ক্রিস্টিনা পিসকোভাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী করলিনা বিয়েলস্কা। ক্রিস্টিনা পিসকোভা চেক রিপাবলিকের নাগরিক। তার বয়স মাত্র ২৫। জন্ম ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি। পেশায় একজন মডেল। এর আগে তিনি মিস চেক রিপাবলিকের খেতাব জয় করেছেন।
এদিকে এবারের মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শাম্মী ইসলাম নীলা। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। দীর্ঘ চার বছর পর দেশের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন বরিশালের এই মেয়ে।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এবারের এই অনুষ্ঠান সনি লিভে সম্প্রচার হয়েছে, যা ১৪০টির বেশি দেশে বসেই দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button