আন্তর্জাতিক

মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

মিশরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দক্ষিণাঞ্চলের আছিয়াত প্রদেশের মরুভূমি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, সিমেন্টবোঝাই ট্রাকটি নষ্ট অবস্থায় রাস্তায় পড়ে ছিল। কায়রোন থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসে আগুন লেগে যায়।

এর আগে গত মার্চ মাসে মিশরে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হন। দেশটির দাপ্তরিক হিসাব অনুযায়ী, ২০১৯ সালে সেখানে প্রায় ১০ হাজার সড়ক দুর্ঘটনা হয়। এতে মারা যান ৩ হাজার ৪৮০ জনের বেশি মানুষ।

মিশরে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যায়। বিশেষজ্ঞদের মতে, সেখানে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হল, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাস্তাঘাটের দুরাবস্থা, দুর্বল সড়ক আইন।

Related Articles

Leave a Reply

Back to top button