ক্রীড়াঙ্গন
মিরপুরে টাইগারদের অনুশীলনে সাংবাদিকদের প্রবেশ নিষেধ !

এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টুর্নামেন্ট সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরুর পালা।
রোববার (১৩ আগস্ট) থেকেই পুরোদমে অনুশীলন শুরু করছে টাইগাররা। এই প্রস্তুতি ক্যাম্প চলবে দেশ ছাড়ার আগ পর্যন্ত। অনুশীলন সামনে রেখে গণমাধ্যমের জন্য নিয়ম বেঁধে দিয়েছে বিসিবি।
দল ঘোষণা শেষ, এবার চূড়ান্ত প্রস্তুতির পালা। আজ থেকেই পুরোদমে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে ২৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রস্তুতি ক্যাম্প। তবে মাঝে তিনদিন বিশ্রামও পাবে ক্রিকেটাররা। তবে অনুশীলনে নতুন নিয়ম করেছে বিসিবি। এই ক্যাম্পে চারদিন অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম।
শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সিদ্ধান্ত জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয়দিন ফটো সাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য দলের অনুশীলনের ছবি ও ভিডিও নিতে পারবেন।
এই কয়দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে এই নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।



