মিয়ানমারের পাতানো নির্বাচনের পথেই হাঁটছে জান্তা সরকার!
মিয়ানমারে নিজেদের নিয়ন্ত্রিত ২০২ টাউনশিপে ২৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শুরু করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জান্তা সরকার। ইতোমধ্যে অন্যান্য দেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের জন্য আগাম ভোটও শুরু করে দিয়েছে তারা।
গত চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে নির্বাচনের আয়োজন করেছে ক্ষমতাসীন জান্তা সরকার।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে প্রতিবেশী দেশটির বিভিন্ন রাজ্যে যুদ্ধ-সংঘাত চলছেই। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে দেশের অর্ধেকের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি বাহিনী।
তবে, গত দুই নির্বাচনে বিজয়ী দেশটির প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টির বেশি দলকে ভেঙে দিয়েছে কিংবা নিষিদ্ধ করেছে সামরিক জান্তা। বিভিন্ন মামলায় কারাগারে আটক আছেন ২২ হাজারের বেশি রাজনৈতিক নেতাকর্মী।
এ অবস্থায় দেশটির ৩৩০টি টাউনশিপের মধ্যে নিজেদের নিয়ন্ত্রিত ২০২টিতে ২৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শুরু করতে ব্যাপক তৎপর জান্তা সরকার। ইতোমধ্যে অন্যান্য দেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের জন্য আগাম ভোটও শুরু করে দিয়েছে তারা।
নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ৩ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি নতুন নির্বাচনী আইন প্রণয়ন ও কার্যকর, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং এআই ও বায়োমেট্রিক ট্র্যাকিং ব্যবহার করে কঠোর নজরদারির ব্যবস্থা করেছে সেনা সরকার।
এদিকে, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জান্তা সরকারের এসব পদক্ষেপকে ‘কৌশল’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, নির্বাচনের পেছনের চিত্র পুরোপুরি ভিন্ন। এটা জান্তা সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করে আন্তর্জাতিক স্বীকৃতি বা বৈধতা অর্জনের কৌশল।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত মিয়ানমারে বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ এ বছর অক্টোবরে সাধারণ পরিষদে তার প্রতিবেদন পেশ করেন।
সেখানে তিনি বলেন, ‘সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলো “অলঙ্কারের” মতো, যা জেনারেলদের হাতে ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই করা হয়েছে।’
অ্যান্ড্রুজ আরও বলেন, ‘জান্তার আসল উদ্দেশ্য বিদেশি সরকারগুলোর স্বীকৃতি আদায়। মিয়ানমারের জনগণ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করবে।
গত ২৮ নভেম্বর জেনেভায় মিয়ানমার নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘সঙ্কট থেকে স্থিতিশীলতার দিকে রাজনৈতিক রূপান্তর এবং গণতান্ত্রিক ও বেসামরিক শাসন পুনরুদ্ধারের চেষ্টা তো দূরের কথা, এ প্রক্রিয়া দেশে মেরুকরণ আরও বাড়িয়ে তুলবে। এ ব্যাপারে আমি নিশ্চিত।’
দেশটির ক্ষমতাসীন শীর্ষ সেনা কর্মকর্তারা নির্বাচনকে পুনর্মিলনের পথ হিসেবে দাবি করলেও, এতে বিভাজন আরও গভীর হবে বলে দাবি করেন তিনি।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ‘মিয়ানমারে নির্বাচন বিশ্বাসযোগ্যতার জন্য একটি প্রতারণামূলক দাবি’ শিরোনামে প্রতিবেদনেও উঠে আসে একই ধরনের বক্তব্য।
এতে সংস্থাটির এশিয়া অঞ্চলে পরিচালক এলেন পিয়ারসন বলেন, ‘প্রায় ৫ বছরের নৃশংস সামরিক দমন-পীড়নের পর জান্তার ভুয়া নির্বাচন আন্তর্জাতিক বৈধতার জন্য একটি মরিয়া প্রচেষ্টা।


