জেলার খবর

মিঠাপুকুরে এসএসসি ফরম পূরণে মানা হচ্ছে না শিক্ষা বোর্ডের নির্দেশনা

ফরিদুল সরকার,রংপুর প্রতিনিধি

মিঠাপুকুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানে মানা হচ্ছে না শিক্ষা বোর্ডের নির্দেশনা।

বোরো ও রবি চাষের এই ভরা মৌসুমে চাষাবাদের খরচে নাস্তানাবুদ কৃষক পরিবার সাধারণ শিক্ষার্থীদের বাড়তি টাকা যোগাতে হিমসিম খাচ্ছেন।

শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু বিদ্যালয় ঘুরে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে সর্বনিম্ন ২৭’শ টাকা থেকে সর্বচ্চো ৩৫’শ টাকা পর্যন্ত ফরম পূরণ বাবদ আদায় করা হয়েছে।

উল্লেখ্য, এবারের শিক্ষাবোর্ড কতৃক ফরম পূরণ বাবদ বিজ্ঞান বিভাগ – ২২৪০, মানবিক – ২১২০, ব্যবসায় শিক্ষা – ২১২০, কারিগরি – ১৯১৫, মাদ্রাসা – ১৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ সাহা বলেন, বোর্ড নির্ধারিত ফি ২২৪০ টাকা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই বাড়তি খরচ হিসেবে ২৭/২৮’শ টাকা আদায় করা হচ্ছে।

এদিকে, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত বোর্ড ফি’র সঙ্গে অতিরিক্ত কিছু খরচ যোগ করে ৩৫/৩৬’শ টাকা নেওয়া হচ্ছে। তবে কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীরা ২/১’শ টাকা কমও দিচ্ছে।

ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের কাছে বাড়তি টাকা আদায়ের বিষয়ে মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল বলেন, বোর্ড নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের কোন সুযোগ নেই, যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান বাড়তি টাকা আদায় করে থাকে তার দায়ভার একান্তই তাদের।

Related Articles

Leave a Reply

Back to top button