বিনোদুনিয়া

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

মধ্যরাতে মা হওয়ার খবর জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। খবর: আনন্দবাজার।

নিজের ইনস্ট্রাগ্রামে জানান, সারোগেসির মাধ্যমে সন্তান এল প্রিয়াঙ্কা-নিকের কোলে। সবার দোয়া চেয়েছেন এই তারকা দম্পতি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রিয়াঙ্কা-জোনাসের মেয়ে হয়েছে। তবে মেয়ে এখন কোথায় আছে, সে কথা প্রিয়াঙ্কা জানাননি। যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই জল্পনায় মেতে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মহল। ছড়িয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনও। তার মধ্যেই মা হওয়ার বিভিন্ন ইঙ্গিতও দিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু অনেকেই তা বুঝতে পারেননি বলে জানান এই অভিনেত্রী।

গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড়। প্রিয়াঙ্কার চেয়ে বয়সে ছোট নিক। ফলে তাদের দাম্পত্য জীবন কতটা টিকবে তা নিয়ে সন্দেহ ছিল সব মহলেই। রাজস্থানের উমেদ ভবন রাজবাড়িতে ধুমধাম করে হিন্দুধর্ম মতে বিয়ে হয় তাদের। পরে আবার খ্রিস্টান মতে বিয়ে করেন এ তারকা দম্পতি।

Related Articles

Leave a Reply

Back to top button