জাতীয়

মায়ানমার গেলেন রোহিঙ্গাদের প্রতিনিধিদল, ফিরবে বিকেলে

প্রথমবারের মতো শুক্রবার (৫ মে) সকাল ৯ টায় টেকনাফ-মায়ানমার ট্রানজিট ঘাট থেকে মায়ানমার গেলেন ২০ রোহিঙ্গাসহ ২৭ সদস্যদের প্রতিনিধিদল।
একইদিন বিকেলে নদীপথে তাদের ফেরত আসার কথা রয়েছে প্রতিনিধি দলের। শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কমিশনার মিজানুর রহমান এ সফরের নেতৃত্ব দেন। মূলত এটি ‘গো এন্ড সি’ ভিজিট।
মিজানুর রহমান জানান, প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদরা কোথায় থাকবে এবং বর্তমানে সেখানকার সার্বিক পরিস্থিতি কি তা দেখার জন্যেই এ পরিদর্শন। প্রতিনিধি দলটি মংডু টাউনশীপের পাশ্ববর্তী দক্ষিণ অঞ্চলে কয়েকটি স্থান পরিদর্শন করবে, যেখানে রোহিঙ্গাদের জন্যে তৈরী করা হয়েছে থাকার আবাসন।
আবাসন তৈরিসহ চলতি মাসের মধ্যেই যেনো প্রত্যাবাসন শুরু হয় সে লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে মায়ানমার সরকার। প্রথমবারের মতো রোহিঙ্গা প্রতিনিধি দলের এই মিয়ানমার সফর, বন্ধ থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আশার আলো হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

Related Articles

Leave a Reply

Back to top button