বিনোদন

মাহির সঙ্গে প্রেমের প্রশ্নই আসে না: জয়

সম্প্রতি এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আলোচনায় ঢাকাই সিনেমার দুই অভিনয়শিল্পী জয় চৌধুরী-মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে এই দুই তারকাই বিবাহিত। যদিও বর্তমানে স্বামীকে ডিভোর্স দিয়ে আলাদা থাকছেন মাহি।
এরই মধ্যে গুঞ্জন উঠলো, এক নায়কের সঙ্গে প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী। সেই নায়কের নাম জয় চৌধুরী। গুঞ্জনের সূত্রপাত তাদেরই সমন্বিত এক মন্তব্যেকে কেন্দ্র করে।
সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন মাহি-জয়। সেখানেই তারা জানান, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। যেটা খুব গোপন। কারণ পর্দায় দুজন কখনোই একসঙ্গে কাজ করেননি।
তাহলে কীভাবে এমন গভীর বন্ধুত্ব গড়ে উঠলো? সে বিষয়ে ওই অনুষ্ঠানে মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’
একই সুরে কথা বলেন জয় চৌধুরীও। এরপরই মূলত কানাঘুষা শুরু হয়, তারা প্রেম করছেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়। সেখানেই মাহি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন। জয় বলেন, মাহির সঙ্গে প্রেমের প্রশ্নই আসে না। আমাদের সম্পর্কটা অনেক পবিত্র।
এই নায়কের ভাষায়, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি (জয়ের স্ত্রী) একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি আমাকে করেনি এখনো। কারণ, মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি। মাহির সঙ্গে আমার প্রেম–ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু। আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’

Related Articles

Leave a Reply

Back to top button