অর্থ-বাণিজ্যজাতীয়

মাসজুড়ে ন্যায্যমূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু টিসিবির

আবারও ন্যায্যমূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে এই ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১১০ টাকা এবং প্রতি কে‌জি চি‌নি ৫৫ টাকায় বিক্রি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থাটি। পাশাপাশি নায্যমূল্যে মসুর ডালও বি‌ক্রি করবে টিসিবি।
শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পণ্য বিক্রি হবে। একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এজিবি কলোনির কাঁচাবাজারে সাম‌নে টি‌সি‌বির এই কার্যক্রমের উদ্বোধন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Related Articles

Leave a Reply

Back to top button