আন্তর্জাতিকজাতীয়

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদ শনিবার

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার এ তিন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। খবর: খালিজ টাইমসের।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে ব্রুনেই। কারণ, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এদিন ইন্দোনেশিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে আসছে শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

মালয়েশিয়াও ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। কারণ, ২০ এপ্রিল দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি রাতে বৈঠকে বসবে। সেখানে রমজান মাস শেষ এবং শাওয়াল মাস কবে শুরু হবে সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে তারা।

আরব বিশ্বের ১৩টি দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে এক বিবৃতিতে জানিয়েছেন, ২০ এপ্রিল আরব এবং ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে না।

ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়। মূলত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button