আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার জালান ইকো ম্যাজেস্টিক ১২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জন বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় গভীর রাতে অভিবাসন বিভাগ এই অভিযান চালায়।

কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি।
তিনি জানান মোট ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন।মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button