রাজকূট

মালয়েশিয়ায় বিএনপি নেতা আটক

বিএনপি নেতা এম এ কাইয়ুমকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। অবৈধভাবে অবস্থানের কারণে অভিবাসন আইনের আওতায় শুক্রবার দুপুরে পুলিশ তাঁকে আটক করে স্থানীয় আমপাং থানায় নেয়।
তিনি কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। এবং ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন। এম এ কাইয়ুমের পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় তিনি ‘সেকেন্ড হোম’ হিসেবে অবস্থান করছেন। এর পাশাপাশি তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরে গাড়ি পার্ক করছিলেন কাইয়ুম। এ সময় পুলিশের একটি দল এসে তাঁকে থানায় যেতে বলে।
পরিবার সূত্রে জানা যায়, পুলিশ তাঁকে অভিবাসন আইনের আওতায় অবৈধভাবে অবস্থানের কারণে তাঁকে আটক করে। কারণ, তাঁর পাসপোর্ট বাতিল হয়েছে। পরে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশকে এটাও জানানো হয় যে তিনি ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button