আন্তর্জাতিকজাতীয়

মালয়েশিয়ায় কারামুক্ত খায়রুজ্জামান

মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে দেশটির আদালত। খবর: স্থানীয় গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে ।

স্থানীয় মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে থেকে জানা গেছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার উচ্চ আদালতের বিচারক মো. জাইনি মাজলান এক আদেশে খায়রুজ্জামানকে বাংলাদেশের ফেরত পাঠানোর বিষয়ে স্থগিতাদেশ দেন। এর একদিন পরেই কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুজ্জামান।

জামিনের পর সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান (৭০) মালয়েশিয়ার আদালত, আইনজীবী ও মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সরকারের মিথ্যা অভিযোগে তিনি বিব্রত হয়েছেন বলেও মন্তব্য করেন সাবেক এ সেনা কর্মকর্তা।

উল্লেখ্য, গেলো ৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের আম্পাং এ নিজ বাসা থেকে আটক করা হয় এক যুগ ধরে শরণার্থী কার্ড নিয়ে বসবাস করা এম খায়রুজ্জামানকে। আটকের পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধেই তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যা মামলা ছিল। তবে তিনি সেই মামলা থেকে খালাস পান।

খায়রুজ্জামান তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button