অর্থ-বাণিজ্য

মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ বৃদ্ধির সুযোগ

মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রাপ্য সেবাসমূহ সহজ করা জরুরি। এ ব্যাপারে হাইকমিশনের দ্রুতসেবা, পাসপোর্ট ডেলিভারীসহ অন্যান্য কাজে প্রবাসীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখাতে হবে।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুরে সেন্টার ফর এনআরবির উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসী কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

প্রবাসী বক্তারা বলেন, প্রবাসী আয় বাড়াতে হলে সরকারি সেবাগুলো বাস্তবায়ন করতে হবে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা নিয়ে প্রবাসীদের মাঝে সভা সেমিনার করতে হবে, মালয়েশিয়ার গ্রাম এলাকায় রেমিট্যান্স সেবা ও দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি করতে হবে। রেমিট্যান্স হাইসগুলোর সংখ্যা বৃদ্ধি করে তাদের লোকবল বৃদ্ধি করতে হবে, বিভিন্ন গ্রাম এলাকায় যে সকল প্রবাসী রয়েছেন তাদের রেমিট্যান্স প্রবাহের মধ্যে আনতে গেলে অনলাইন রেমিট্যান্স সিষ্টেম চালু করতে হবে।

শুধু সরকার নয় সবাইকে দেশ প্রেমের উদ্বুদ্ধ হয়ে হুন্ডি ব্যবসাকে নিরুৎসাহিত করতে হবে। প্রবাসী আয়ের বা রেমিট্যান্স পাঠানোর সুবিধাগুলো নিয়ে বিভিন্ন প্রকল্প চালু করে দেশের অর্থনীতি শক্তি শালী করার লক্ষ্যে প্রবাসীদের সম্মানিত করলে প্রাবাসী আয় দিনে দিনে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীরা।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ার বাংলাদেশি ব্যবসায়ী রাশেদ বাদল, প্রবাসী সাংবাদিক আহমদুল কবির, এনআরবি সেন্টারের বোর্ড সদস্য এবিএম মোস্তাক হোসেন, প্রবাসী পারুল হোসেন, জয়নাল চৌধুরী, আমির হোসেন, ফারজানা আক্তার, আতিকুর রহমান, শাহাদাত খান রাসেল, মো. রিয়াদ, মো জাকারিয়া, সাংবাদিক বাপ্পি কুমার দাস, মো. আল আমিন, আমজাদ হোসেন ও মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার নেতারা।

 

Related Articles

Leave a Reply

Back to top button