প্রবাসে

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেফতার হয়েছে ৭১ বাংলাদেশি। স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান শুরু হয়। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর ও সুদানের নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ বলেন, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য গ্রেফতারদের বিষয়ে তদন্ত হচ্ছে। গ্রেফতারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদরদপ্তরে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button