জাতীয়

মার্চের মধ্যে ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২০২২ সালের মার্চের মধ্যে কোভ্যাক্সের আওতায় ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার ১৫ সেপ্টেম্বর, রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস কর্মী সুরক্ষা বিষয়ে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক ইনক্লুসিভ কনফারেন্স শেষে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যেখানে ১৩৫টি দেশে ভ্যাকসিন পায়নি এখনো সেখানে বাংলাদেশে অধিকাংশ মানুষ ভ্যাকসিন পেলেও ব্রিটেন বাংলাদেশকে রেড লিস্টে রাখাটা অযৌক্তিক।

তিনি জানান, এরই মধ্যে পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছেন দেশের ৫ শতাংশ মানুষ।

রাশিয়ার টিকা নিয়ে অগ্রগতি রয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই। তবে আমরা কাজ করছি।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button