আন্তর্জাতিক

মার্কিন অভিযানে লাদেনপুত্র হামজা নিহত।

মার্কিন অভিযানে ওসামা বিন লাদেনের পুত্র হামজা নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। লাদেনের মৃত্যুর পর আল কায়েদার নেতৃত্বে ছিলেন হামজা। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় স্থান পায় হামজা বিন লাদেনের নাম। আবারো আলোচনায় এলো জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। আল কায়েদার শীর্ষ নেতা হামজা বিন লাদেন আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, হামজার মৃত্যুতে আল কায়েদার সাংগঠনিক ক্ষমতা কমে এলো। তবে কোন অভিযানে লাদেনপুত্র হামজা নিহত হয়েছেন, বিবৃতিতে সে বিষয়টি উল্লেখ করেননি তিনি।
গেল আগস্টে এক সাক্ষাৎকারে হামজার মৃত্যুর খবরটি জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। তবে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেননি ট্রাম্প।
১৯৮৯ জন্মগ্রহণ করেন হামজা বিন লাদেন। ওসামা বিন লাদেন ১৯৯৬ সালে আফগানিস্তানে চলে এসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সে সময় লাদেনের সঙ্গে হামজাও ছিলেন।
২০১১ সালে মার্কিন নেভি সিল টিমের অভিযানে ওসামা নিহতের পর আল-কায়েদার গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন হামজা। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনের নাম বিশেষ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button