জাতীয়

মারা গেলেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। বাংলাদেশ সময় শুক্রবার (৯ আগস্ট) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ১৯৩১ সালের ৩১ জুলাই খুলনার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আজীবন স্কুলশিক্ষক গণিতে অতিশয় পারদর্শী দরিদ্র বাবার সার্বক্ষণিক তত্ত্ববধানে লালিত হয়ে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করেন। ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক, ১৯৪৮ সালে ব্রজলাল একাডেমিতে ৩টি লেটারসহ আইএসসি, ১৯৫০ সালে বিএসসি পাস কোর্সে distinction IEB লাভ ও শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান দখল করেন।

১৯৫০ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভর্তি হন। ১৯৫৪ সালে পুরকৌশল বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন ও (৭৫% এর অধিক মার্ক পাওয়ার দুরুন) অনার্স এবং গোল্ডমেডাল লাভ করেন।
পরবর্তীতে দেশের খ্যাতিমান প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button