আন্তর্জাতিক

মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর পেবলস

চলতি বছরই সবচেয়ে বেশি বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (জিডব্লিউআর) নাম উঠেছিল পেবলসের। সোমবার (৩ অক্টোবর) মারা গেছে সেই পেবলস । সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড 

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় কুকুরটি নিজের মনিবের ঘরেই মারা যায়। স্বাভাবিকভাবেই পেবলসের মৃত্যু হয়েছে। আর পাঁচ মাস পরেই কুকুরটির ২৩ বছর বয়স হতো। যদিও সাধারণভাবে কুকুরের গড় আয়ূ ১২ বছর হয়। কিন্তু পেবলস ২২ বছর বয়সটাও অতিক্রম করেছে।

২০০০ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করে পেবলস। ববি এবং জুলি গ্রেগরি দম্পতির কাছে ছিল কুকুরটি।

পেবলসের আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ছিল টোবিকিথ। তবে টোবিকিথের বয়স ২১ শোনার পরই ববি এবং জুলি গ্রেগরি তাদের কুকুরের বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে জানায়।

জিডব্লিউআর বিবৃতিতে জানায়, বিশ্বরেকর্ডধারী হওয়ায় পেবলসকে বিশ্ববাসী স্মরণে রাখবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button